
প্রকাশ: ০৩:৩২:০০ পিএম, ০৮ এপ্রিল ২০১৮ | |
বিআর রিপোর্ট
বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ৩৯ রানে ১ ইউকেট নিয়ে আইপিএলের একাদশ আসরের যাত্রা শুরু করেছেন। নিজে সফলতা পেলেও মোস্তাফিজের দলের শুরুটা
আর এর মধ্য দিয়ে দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই জয় দিয়ে শুরু হলো চেন্নাই সুপার কিংসের। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডোয়াইন ব্রাভো ও কেদার জাদবের দৃঢ়তায় রুদ্ধশ্বাস উদ্বোধনী ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে এক বল বাকি থাকতে এক উইকেট হাতে রেখে জয় পায় চেন্নাই।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ১ উইকেটে জয়ের বন্দরে নোঙ্গর করে চেন্নাই কিংস। কিংসের দলীয় সংগ্রহ পাঁচ উইকেটে ৭৫ থাকা অবস্থায় মোস্তাফিজুর রহমান রবিন্দ্র জাদেজার উইকেট তুলে নেন। তাকে সহযোগিতা করেন সূর্যকুমার যাদভ। দ্বিতীয় ওভারের শেষ বলে এই সফলতা পান তিনি। ৩৯ রানে ১ উইকেট নেয়ার পাশাপাশি বেশ কয়েকটি সুযোগ তৈরি করতে পেরেছিলেন ফিজ।
চেন্নাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ৬৮ রানের এক অনবদ্য ইনিংস খেলেন ব্রাভো। তিন ছক্কা, সাতটি চারের সমন্বয়ে তিনি ৩০ বলে ইনিংসটি সাজান। শেষ ওভারে জয়ের জন্য যখন কিংসের দরকার ৭ রান, তখন নিজের চতুর্থ ওভার বল হাতে আসেন মোস্তাফিজুর রহমান। তার বিপক্ষে ব্যাট হাতে ছিলেন কেদার যাদব। ফিজ তার শেষ ওভারে প্রথম তিন বলে জাদবকে কোনো রান দেননি। তবে পরের দুই বলে চার ও ছক্কা হাকিয়ে নিজেদের জয় তুলে নেন ।
মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেন মার্কান্ডে (৩/২৩) এবং হার্ডিক পান্ডিয়া (৩/২৪)। এছাড়া জসপ্রতি বুমরা (১/৩৭) এবং মিচেল ম্যাকক্লেনাঘান (১/৪৪) উইকেট পান।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার ইউকেট হারিয়ে ১৬৫ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। সূর্যকুমার ৪৩ , ক্রুণাল পাণ্ডে ৪১, ঈশান কিসান ৪০ এবং বাকিরা মিলে মোট ১৬৫ রান করেন।
চেন্নাই সুপার কিংসের হয়ে অস্ট্রেলিয়ান পেসার শেন ওয়াটসন (২/২৯), ইমরান তাহির (১/২৩) এবং দীপক চাহার (১/১৪) উইকেট নেন।
![]() Email: [email protected] |