logo
প্রকাশ: ০৩:২৩:০০ পিএম, ০৮ এপ্রিল ২০১৮
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিআর রিপোর্ট


জামালপুরের বকশীগঞ্জে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। রবিবার সকালে উপজেলার পূর্ব বাট্টাজোড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারুল ইসলাম (১৭) পূর্ব বাট্টাজোড় গ্রামের ইছা আলীর ছেলে। আহতের নাম আতিক (৩০)।


জানা যায়, সকাল ১০টার দিকে বাড়ির পাশে ধান ক্ষেতে পানি দিতে যায় আনোয়ারুল ও আতিক। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আনোয়ারুল ইসলামের এবং গুরুতর আহত হয় আতিক (৩০)।


আতিককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলার ইউএনও আবু হাসান সিদ্দিক বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।