
প্রকাশ: ০৮:১৯:০০ পিএম, ০৭ এপ্রিল ২০১৮ | |
বিআর রিপোর্ট
বিরল প্রজাতির হরিণ শিকার মামলায় দুই রাত হাজতবাসের পর জামিন পেলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান।
শনিবার ৫০ হাজার টাকার ব্যক্তিগত মুচলেকায় যোধপুর সেশনস কোর্টের বিচারক রবীন্দ্র জোশি সালমানের জামিন মঞ্জুর করেন। এদিন সন্ধ্যায় জেল থেকে ছাড়া পেতে পারেন তিনি। এদিকে ভাইজানের জামিনের খবরে আদালতের বাইরে ভক্তরা উল্লাসে মেতে ওঠেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে রাজস্থানের কঙ্কনি গ্রামে 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিংয়ের সময় বিরল প্রজাতির হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। যদিও তিনি বারবার এই অভিযোগ অস্বীকার করেছেন। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলে গত বৃহস্পতিবার সালমানকে ৫ বছরে কারাদণ্ড দেন আদালত।
তবে আদালতের কাছে জামিনের আবেদন করেন ভাইজানের আইনজীবী মাহেশ বোরা। ৫২ বছর বয়সী সালমান খান ৯০টিরও অধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন।
![]() Email: [email protected] |