
প্রকাশ: ০৮:১৪:০০ পিএম, ০৭ এপ্রিল ২০১৮ | |
বিআর রিপোর্ট
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সব তারকা ক্রিকেটারের অংশ গ্রহণে প্রতি বছরই আয়োজন করা হয় জাকজমকপূর্ণ এই টুর্না
বাংলাদেশ থেকেও আইপিএলের আসরে অংশ নিয়েছেন অনেক ক্রিকেটার। তবে এদের মধ্যে সাকিব আল হাসান এবং মুস্তাফিজের কথা না বললেই নয়। সাকিব শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও এবার খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। আর সানরাইজার্সের হয়ে গত দুই আসর খেলা মুস্তাফিজ এবার নাম লিখিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে।
শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এ নিয়ে টানা তিন আসরেই খেলতে যাচ্ছেন টাইগারদের কাটার মাস্টার মোস্তাফিজ। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ২ কোটি ৮২ লাখ টাকায়।
২০১৬ সালে আইপিএলে প্রথমবার যোগ দিয়েই নিজের প্রতিভা তুলে ধরেন এই বাঁহাতি পেসার। সেবার সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে অসাধারণ ভূমিকা রাখেন বাংলাদেশের কাটার মাস্টার। ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে শিকার করেন ১৭ উইকেট। তার সেরা বোলিং ফিগার ছিল ৩/১৬। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে মোস্তাফিজ সেবার জিতে নেন 'সেরা উদীয়মান' ক্রিকেটারের পুরস্কার। সর্বোচ্চ উইকেট-শিকারীদের তালিকায় ৬.৯০ ইকোনমি রেটে ছিলেন পাঁচ নম্বরে। ২০১৬ সালে মোস্তাফিজকে প্রায় ১ কোটি ৬২ লাখ টাকায় কিনে সানরাইজার্র্স।
মোস্তাফিজের দারুণ পারফর্ম্যান্সে মুগ্ধ সানরাইজার্স ২০১৭ সালেও তাকে দলে নেন। তবে গত বছর মাত্র এক ম্যাচে খেলার সুযোগ পান তিনি। ১৬ বল করে কোনো উইকেট না নিয়ে ৩৪ রান দেন দ্যা ফিজ। এরপর ইনজুরির কারণে বাকি ম্যাচ আর খেলতে পারেননি তিনি। আইপিএলের গত দুই মৌসুমে ২৬.৭৬ গড়ে ১৭ ম্যাচে ১৭ উইকেট শিকার করেন মোস্তাফিজ। সেরা ইকোনোমি রেট ছিল ৭.১৪।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২২ বছর বয়সী এই তরুণ পেসার ৬৩ ম্যাচে গড়ে ২১ রান দিয়ে ৭৮ উইকেট শিকার করেছেন।এবারের মৌসুমেও আরেকবার নিজেকে তুলে ধরার অপেক্ষায় মোস্তাফিজ।
![]() Email: [email protected] |