
প্রকাশ: ০৮:১০:০০ পিএম, ০৭ এপ্রিল ২০১৮ | |
বিআর রিপোর্ট
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউতে আনার পর সেখানে যান পুত্রবধূ সিঁথি।
পুলিশ স্লোগান দেয়া নেতাকর্মীদের মাঝ থেকে ৪-৫ জনকে আটক করে। পরে কোকোর স্ত্রী হাসপাতালের পরিচালকের কক্ষে যান।
তবে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যক্তিগত চিকিৎসক মামুন বিএনপি প্রধানের সাথে হাসপাতালে দেখা করেছেন।
এর আগে হাসপাতাল ভবনের চতুর্থতলার কেবিন ব্লকে যাওয়ার জন্য খালেদা জিয়াকে হুইলচেয়ার দেয়া হলেও তিনি বসতে অস্বীকার করেন এবং লিফটের দিকে হেঁটে যান।
এক্স-রে ও রক্ত পরীক্ষা শেষে খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
পরে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে আবেদন করা হলে গত ১ এপ্রিল সরকার একটি মেডিকেল বোর্ড গঠন করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার অধ্যাপকের সমন্বয়ে গঠিত এ বোর্ড খালেদা জিয়াকে কারাগারেও চিকিৎসা সেবা দেয়ার জন্য কাজ করছে।
![]() Email: [email protected] |