logo
প্রকাশ: ০৬:৫৫:০০ পিএম, ০৭ এপ্রিল ২০১৮
পিটিডিসির লিডারশিপ প্রথম ব্যাচের কোর্স শেষ

বিআর রিপোর্ট

প্রগেসিভ ট্রেনিং এন্ড ডেভলপমেন্ট এসোসিয়েটসের (পিটিডিসিএ) লিডারশিপ প্রথম ব্যাচের কোর্স সফলভাবে শেষ হয়েছে। 

পিটিডিসি, ঢাকা, বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ান একাডেমি ফর বিজনেস লিডারশিপ (এএবিএল) যৌথভাবে বাংলাদেশে প্রথম তিন মাসের এডভান্স সার্টিফিকেট ইন লিডারশিপ কোর্স চালু করে। এই কোর্সে বিএসএইচআরএম-এর  প্রেসিডেন্ট মো. মোশারফ হোসেনসহ দেশের শীর্ষস্থানীয় প্রশিক্ষক পাঠদান করেন।

ব্যতিক্রমধর্মী আন্তর্জাতিক মানের এ সার্টিফিকেট কোর্সটি বাস্তবমুখী কর্মজীবনের নেতৃত্ব ও সাংগঠনিক উন্নয়নে একটি বাস্তবমুখী কোর্স। ৬ এপ্রিল পান্থপথের ইউনিক ট্রেড সেন্টারে প্রথম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিটিডিসি-এর ব্যবস্থাপনা  পরিচালক ও চিফ কনসালটেন্ট মো. মাশেকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএসএসআরএম ও বাংলাদেশ এইচআর ফেডারেশনের সভাপতি মো. মোশারফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এএবিএল, অষ্ট্রেলিয়ার ভাইস প্রেসিডেন্ট ড. শফিকুর রহমান; ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির ডিন অধ্যাপক ফরিদ এ সোবহানি।

বিএসএইচআরএম-এর ট্রেজারার আবুল হোসেন মজুমদার, রিয়াদ হোসেনসহ বিভিন্ন পেশাজীবি ও প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থীরা। বক্তারা উল্লেখ করেন যে এই কোর্সটি সময় উপযোগী। লিডারশিপ-এর সাংগঠনিক উন্নয়নে অত্যন্ত সহায়ক হবে বলে সকলে মত প্রকাশ করেন।