
প্রকাশ: ০৫:২৬:০০ পিএম, ০৭ এপ্রিল ২০১৮ | |
বিআর রিপোর্ট
ফেসবুকে কী করব, কী করব না! সে বিষয়ে এক স্ট্যাটাস দিয়েছেন কথাসাহিত্যিক আনিসুল হক।
পাঠকদের বিশেষত যারা ফেসবুকজুড়ে ঘুরে বেড়ান; তাদের জন্য সেই স্ট্যাটাস হুবহু তুলে ধরা হল :
ফেসবুকে কী করব, কী করব না! আমার চেষ্টা থাকবে--
১) নিজের দেয়ালে লিখব, অন্যের দেয়ালে নিজের মত চাপিয়ে দেব না।
২) অন্যকে ট্যাগ করব না।
৩) সুন্দর করে কথা বলব।
৪) সুন্দর ছবি পোস্ট করব।
৫) কোনো খবর বা ছবি বা ভিডিও দেখলেই সঙ্গে সঙ্গে সেটা সত্য বলে ধরে নিয়ে একটা জ্বালাময়ী স্টাটাস লিখে ফেলব না। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পরেই কেবল প্রতিক্রিয়া জানাব। পোস্ট লেখার আগে ভাবার চেষ্টা করব, এটা আমার এখতিয়ারভুক্ত কিনা। আমি ডাক্তার না হলে ডাক্তারি পরামর্শ দেব না।
৬) দেশের সমাজের রাষ্ট্রের বিশ্বের আইন-কানুন ভব্যতা-সভ্যতা মান্য করে চলব।
৭) অন্যের ভালো লাগা, খারাপ লাগাকেও শ্রদ্ধেয় মনে করব। একই জিনিস সবার ভালো লাগবে না। মানুষ তো আলাদা হবেই।
৮) কোনো লিঙ্গ, জাতি, ধর্ম, দেশ, এলাকা বিদ্বেষী কথা বলব না, লিখব না, প্রচার করব না।
৯) সাধারণীকরণ করব না।
১০) যে বিষয়ে যিনি বিশেষজ্ঞ তার কথা মন দিয়ে শুনব।
১১) কাউকেই আঘাত দেব না। সমালোচনা করতে হলেও এমনভাবে করব, যাতে যার সমালোচনা করছি, তিনিও পুরো লেখাটা পড়তে পারেন, লেখাটা যে বিদ্বেষপ্রসূত নয়, তা বুঝতে পারেন।
১২) অন্যের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে সম্মান করব।
এটা আমি আমার জন্য লিখলাম। আপনার মত আপনার। আপনার এথিকসও আপনার কাছে। আমি আপনার মতকে সম্মান করি।
![]() Email: [email protected] |