logo
প্রকাশ: ০৫:৫৪:০০ পিএম, ০৬ এপ্রিল ২০১৮
জেলে কেন খাবার ছুঁয়ে দেখলেন না সালমান

বিআর রিপোর্ট
বলিউড সুপারস্টার সালমান খান তাহলে না খেয়েই কাটিয়ে দিলেন একটি রাত! জেলখানায় কোনো খাবারই গ্রহণ করেননি তিনি!

ভারতীয় গণমাধ্যমের খবর হচ্ছে- সালমান খানকে বৃহস্পতিবার রাতে খেতে দেয়া হয়েছিল ডাল, সবজি আর চাপাটি। সেসব ছুঁয়ে দেখেননি তিনি। এমনকি সকালের জলখাবার হিসেবে খিচুড়ি দেয়া হলে তিনি তাও ছুঁয়ে দেখেননি।
কিন্তু কেন তিনি বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার সকালে খাবার খাননি সে বিষয়ে মুখ খোলেনি জেল কর্তপক্ষ। ভারতের যোধপুর জেলে এখন বন্দি সালমান খান। তার কয়েদি নম্বর ১০৬। কৃষ্ণসার হরিণ বধের অপরাধে বৃহস্পতিবার ৫ বছরের জেল হয় বলিউডি এ সুপারস্টারের। ব্যাস, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে। ভক্তদের আহাজারি যেন ভাসতে সোশ্যাল মিডিয়ায়।
শুক্রবার জামিনের শুনানিতে কোনো ফয়সালা না হওয়ায় এ রাতটাও জেলেই কাটাতে হবে 'ভাইজান'কে। আর সেটাও মনে হচ্ছে না খেয়েই কাটবে! অকৃতদার এ নায়কের পেশীবহুল শারীরিক করসত; আর অভিনয় মুগ্ধতা ছড়িয়েছে সারাবিশ্বে। বড় শক্তমনের মানুষটি বড় রকমের ধাক্কা-ই খেয়েছেন জেলে গিয়ে। সাজা ঘোষণার পর জেলে নিলে দ্রুত রক্তচাপ বেড়ে যায় খানের। রাগ-ক্ষোভ আর অভিমানেই তিনি নাওয়া-খাওয়া বন্ধ করে দেন। এমনটিও বলছেন তার ভক্তদের অনেকে। অবশ্য শুক্রবার তার রক্তচাপ অনেকখানি স্বাভাবিক হয়েছে।
বলিউড স্টারের নির্মাণাধীন চলচ্চিত্রে লগ্নিকারী প্রযোজকরাও দুশ্চিন্তায় পড়েছেন আকস্মিক এ জেল ঘোষণায়। জামিন শুনানির পর মুক্তি পেলেও উচ্চ আদালতে এ রায় বাতিল হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।