logo
প্রকাশ: ১২:৩৩:০০ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮
এক্সএক্সএক্স সিরিজের পরবর্তী ছবিতেও থাকছেন দীপিকা

বিআর রিপোর্ট: বলিউড তারকা দীপিকা পাড়ুকোন প্রমাণ করলেন, হলিউডে তিনি প্রাসঙ্গিক। ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মধ্য দিয়ে হলিউডে যাত্রা শুরু করেছিলেন তিনি।&

জানা গেল, ‘এক্সএক্সএক্স’ সিরিজে জাঁকিয়ে বসেছেন তিনি। থাকছেন সিরিজের পরের ছবিতেও। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ডি জে কারুসো।

নায়ক ভিন ডিজেলের সঙ্গে ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মধ্য দিয়ে নিজের হলিউডযাত্রা শুরু করেছিলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। এই তো সেদিনের কথা, মাত্র দুই বছর হলো। মুক্তির পর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই ছবি আয় করেছিল ৩৪ কোটি মার্কিন ডলার। পরিচালক হয়তো বুঝতে পেরেছেন, ভারতীয় এই তারকাকে পর্দায় রাখাই লাভজনক।

‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির পরিচালক ডি জে কারুসো সম্প্রতি নিশ্চিত করেছেন, সিরিজের পরের ছবিতে থাকছেন দীপিকা পাড়ুকোন। আজ সোমবার টুইটারে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

চীনের তরুণ শিল্পী রয় ওয়াংকে স্বাগত জানিয়ে টুইটারে একটি পোস্ট দেন ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির পরিচালক ডি জে কারুসো। সেই পোস্টে মন্তব্য করেন তারিক নামে পাকিস্তানের এক ভক্ত। তিনি জানতে চান, ‘দীপিকার খবর কী? সিরিজের পরের ছবিতে তিনি থাকছেন?’ জবাবে ডি জে কারুসো লিখেছেন, ‘হ্যাঁ, থাকবেন।’ শুটিংয়ের অগ্রগতি নিয়ে কারুসো ওই ভক্তকে জানান, আপাতত চিত্রনাট্য নিয়ে কাজ চলছে।

হলিউডে দীপিকার আবির্ভাব নিয়ে ছিল খানিকটা শঙ্কা। ভারতীয় এই তারকা হলিউডে নিজের অবস্থান তৈরি করতে পারবেন? পরে দেখা গেল, দীপিকা জয় করে নিয়েছেন। এমনকি মুক্তির আগে ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির প্রচারণা চালাতে ভারতে গিয়ে হাজির হন নায়ক ভিন ডিজেল আর পরিচালক ডি জে কারুসো। সিরিজের পরের ছবিতে দীপিকার অভিনয়ের নিশ্চয়তা বলে দিচ্ছে, হলিউডে জায়গা করে নিয়েছেন বলিউডের দীপিকা পাড়ুকোন।

২০০২ সালে হলিউডে মুক্তি পায় ‘এক্সএক্সএক্স’ ছবিটি। ২০০৫ সালে আসে ছবিটির সিক্যুয়েল ‘এক্সএক্সএক্স: স্টেড অব দ্য ইউনিয়ন’। এরপর ২০১৭ সালে সিরিজের তৃতীয় ছবি ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’-এ সেরেনা আনগার চরিত্রে অভিনয় করেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস