প্রকাশ: ১১:১৫:০০ এএম, ০৬ মার্চ ২০১৮ | |
সেখ মোজাফফর হোসেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক (ইডি) হিসাবে পদোন্নতি পেয়েছেন ।
মোজাফফর হোসেন ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি কৃষি ঋণ বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ,
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্মানসহ এমএসএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং ইতালির আইটিসি (আইএলও) থেকে প্রোজেক্ট ফাইন্যান্সিংয়ে ডিপ্লোমা করেছেন।
মোজাফফর হোসেন কানাডা, ইংল্যান্ড, জার্মানি, ইতালি, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে ব্যাংকিং এবং সেন্ট্রাল ব্যাংকিংয়ের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত।
মোজাফফর হোসেন খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
![]() Email: [email protected] |