logo
প্রকাশ: ০৯:৫৯:০০ পিএম, ১১ এপ্রিল ২০১৮
ঢাবিতে হামলা-সংঘর্ষের ঘটনায় ৪ মামলা

বিআর রিপোর্ট

ঢাবি উপাচার্যের বাসভবনের হামলায় চারটি মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে মামলাগুলো শাহবাগ থানায় দায়ের করা হয়।

মামলা করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান। মামলাগুলোতে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা কতিপয় দুর্বৃত্তদের।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান মামলা করা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিডি রিপোর্ট প্রতিবেদককে।

তিনি জানান, মামলাগুলোর মধ্যে এসবির পরিদর্শকের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় একটি, ঢাবি কর্তৃপক্ষ একটি এবং বাকী দু’টি শাহবাগ থানা পুলিশ করে।