logo
প্রকাশ: ০৫:৫৯:০০ পিএম, ১১ এপ্রিল ২০১৮
আলজেরিয়ার ২৫০ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত
বিআর রিপোর্ট
আলজেরিয়ার রাজধানীর কাছে বুধবার ২৫৭ সেনা সদস্য নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। খবর রয়টার্সের। বাউফারিক বিমান ঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দেশটির টিভিতে বিধ্বস্ত বিমানটির পুড়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। রাশিয়ার তৈরি ওই ইলিউশিন পরিবহন বিমানে পশ্চিম সাহারার পোলিসারিও ইনডিপেনডেন্স মুভমেন্টের সদস্যরাও ছিলেন। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে একটি রাস্তার কাছ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়, আর ঘটনাস্থলের পাশে একটি মাঠে নিরাপত্তাকর্মীদের ভিড় দেখা যায়। বিধ্বস্ত উড়োজাহাজটির লেজের একটি অংশ একটি জলপাই গাছের ওপর দিয়ে ঝুলতে এবং উড়োজাহাজের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে। টেলিভিশনের খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে ১৪টি অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।