logo
প্রকাশ: ০৮:৩৬:০০ পিএম, ১০ এপ্রিল ২০১৮
লগ্নি ৬১০ কোটি, হাজার কোটি ব্যবসার আশা

বিআর রিপোর্ট

সালমান খান, শাহরুখ খান ও আমির খান— যারা বলিউড বক্স অফিসকে উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক রেকর্ড। তাদের সিনেমা মানে টিকিট কাউন্টারে ভিড়, আয়ের নতুন হিসেব-নিকেশ। শুধু ভারত নয়, বাইরেও রয়েছে তাদের ভক্ত-অনুরাগী।

চলতি বছর এ তিন তারকারা ওপর ৬১০ কোটি রুপি লগ্নি করছে বলিউড। আর আশা করা হচ্ছে হাজার কোটির ওপর ব্যবসা হবে, যা বলিউডে বার্ষিক আয়ের একটি বড় অংশ।

সালমান খান : কৃষ্ণসার হরিণ শিকার মামলা নিয়ে সদ্য ঝড় কাটিয়ে ওঠা এ নায়কের দুই সিনেমা মুক্তি পাবে ২০১৮ সালে। এর মধ্যে প্রথম সিনেমা হলো কোরিওগ্রাফার রেমো ডি সুজা পরিচালিত ‘রেস থ্রি’। হিট সিক্যুয়ালটির বাজেট ধরা হয়েছে ১৫০ কোটি রুপি। এ থ্রিলারে খল চরিত্রে আছেন সালমান। আরো অভিনয় করছেন ববি দেওল, অনিল কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, সাকিব সেলিম, ডেইজি শাহ ও ফ্রেডি দারুওয়ালা। ঈদুল ফিতরের মওসুমে (১৫ জুন) মুক্তি পাবে সিনেমাটি।

বছরের শেষ দিকে আসবে কপ অ্যাকশন ড্রামা ‘দাবাং থ্রি’। সালমানের ভাই আরবাজ খানের প্রযোজনায় পরিচালনা করবেন আরেক কোরিওগ্রাফার-অভিনেতা প্রভুদেবা। এ সিনেমার লগ্নি ১০০ কোটি কাছাকাছি।

আমির খান : মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত আমির খান প্রথমবারের মতো অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করছেন। তাও আবার ইয়াশরাজ ফিল্মসের ‘থাগস অব হিন্দুস্তান’-এ। এ সিনেমার বাজেট ২১০ কোটি রুপি। যা বলিউডের অন্যতম ব্যয়বহুল সিনেমার একটি হতে যাচ্ছে। পরিচালনা করছেন বিজয়কৃষ্ণ আচারিয়া। যার সঙ্গে এর আগে ‘ধুম থ্রি’ করেছিলেন আমির। আরো আছেন ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

দিওয়ালিতে (৭ নভেম্বর) মুক্তি প্রতিক্ষীত সিনেমাটি চীনেও বড়সড় সাফল্য পাবে আগে থেকে বলাই যায়।

শাহরুখ খান : সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমার নিরিখে তিন খানের মধ্যে শাহরুখ অনেকটা পিছিয়ে আছেন। তার ঝুলিতে আছে নামি নির্মাতা আনন্দ এল রাই-এর ‘জিরো’। ইতোমধ্যে সিনেমাটির টিজার দারুণ সাড়া ফেলেছে। ২১ ডিসেম্বর মুক্তি প্রতিক্ষীত ‘জিরো’তে আরো আছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।

বলিউড লাইফ অবলম্বনে।