logo
প্রকাশ: ০৭:০৬:০০ পিএম, ১০ এপ্রিল ২০১৮
রাজস্ব হালখাতা রোববার

বিআর রিপোর্ট

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব হালখাতা আগামী রোবাবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। বকেয়া রাজস্ব আদায়ের জন্য নতুন বাংলা বছরে এ হালখাতার উদ্যোগ নিয়েছে এনবিআর।

মঙ্গলবার (১০ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকের এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

এনবিআরের চেয়ারম্যান বলেন, করদাতাদের কাছে এনবিআরের প্রচুর পরিমাণ বকেয়া রয়েছে। এর মধ্যে মামলা সংক্রান্ত বিচারাধীন বকেয়া রাজস্বের পরিমাণ ৫০ হাজার কোটি টাকারএ বেশি। অন্যদিকে শুধু বকেয়া রয়েছে ২০ হাজার কোটি টাকার বেশি।

তিনি বলেন, কর দাতাদের হাতে পড়ে থাকা এই বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে আমরা নতুন বছরে হালখাতা করবো। হালখাতায় অংশ নিতে সব করদাতাদের দাওয়াত দেওয়া হচ্ছে। কর দাতারা আসবেন, কর দেবেন। তাদের সম্মানিত করা হবে। যারা বেশি কর দেবেন তাদের পুরস্কার দেওয়া হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, আদালতে বিচারাধীন মামলাগুলো আদালতের বাইরে নিষ্পত্তির জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কমিটি গঠন করা হয়েছে। আদালতে বিচারের জন্য দীর্ঘদিন অপেক্ষা না করে এই কমিটি দ্রুত সমাধান দিয়ে দেবে।