logo
প্রকাশ: ১২:৩৬:০০ পিএম, ১০ এপ্রিল ২০১৮
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

বিআর রিপোর্ট

পুঁজিবাজারের ব্যাংকিং খাতের তালিকাভুক্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড সুপারিশ করা হয়েছে।

একই সময় কোম্পানিটি ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.১৫ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩.০৭ টাকা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির ইপিএস বেড়েছে ০.০৮ টাকা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০.৮৭ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ১৯.৭২ টাকা।

এদিকে, বছরান্তে কোম্পানিটি শেয়ার প্রতি নগদ কার্যকরী অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১০.৪০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১১.১৮ টাকা। ডিভিডেন্ড অনুমোদনে আগামী ২৪ মে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার ঘোষণা দিয়েছে। এ জন্য আগামী ৩ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এদিকে ৫০০ কোটি টাকার সাব অর্ডিনেটেড বন্ড ছেড়ে টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এআইবিএল সেকেন্ড মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড নামের এই বন্ডটির মেয়াদ হবে ৭ বছর।

 ব্যাসেল থ্রি’র প্রয়োজনে টায়ার টু মূলধন শক্তিশালী করার উদ্দেশ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে এই বন্ড ইস্যু করা হবে।