
প্রকাশ: ১২:৪৮:০০ পিএম, ১১ জুন ২০১৯ | |
বিআর রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ হাজার ৬১৭টি মামলা ও ২২ লাখ ৪০ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে পুলিশ।
এছাড়া ২৬টি গাড়ি ডাম্পিং ও ৫১৩টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রবীর কুমার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করা হয়।
ট্রাফিক বিভাগ সূত্র জানায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে- হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৫৩টি, হুটার ও বিকনলাইট ব্যবহারে ৪টি, উল্টোপথে গাড়ি চালানোয় ৬৯৮টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৮টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।
এছাড়া ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৬৭৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯২টি মোটরসাইকেল আটক করা হয়। সে সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের জন্য চালকের বিরুদ্ধে ১০টি মামলা করা হয়।
![]() Email: [email protected] |