logo
প্রকাশ: ১১:০৬:০০ এএম, ১০ জুন ২০১৯
বলিউডে নাম লেখালেন মিঠুনপুত্র, থাকছেন শাশ্বত!

বিআর রিপোর্ট: ফের হিন্দি ছবিতে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। রাজকুমার সন্তোষীর 'ব্যাড বয়' ছবিতেই তাঁকে দেখা যেতে পারে বলে জল্পনা চলছে।

এদিকে 'ব্যাড বয়' ছবি দিয়ে বলিউডে নাম লেখাচ্ছেন মিঠুন চক্রবর্তীর ছেলে অভিনেতা নামাশি। রাজকুমারের হাত ধরেই বলিউডে পা রাখছেন তিনি। 

রাজকুমারের ছবিতে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁর চরিত্রেও থাকছে চমক। শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

কহানির পর ২০১৭ সালে 'জগ্গা জাসুস' ছবিতেও দর্শকদের মন কেড়েছিলেন শাশ্বত। তাঁর চরিত্রের নাম ছিল টুটুফুটি। ভক্তদের বিশ্বাস 'ব্যাড বয়' ছবিতেও নিজের অভিনয় গুণে মুগ্ধ করবেন তিনি। এছাড়াও মুক্তির অপেক্ষায় শাশ্বত অভিনীত 'ষড়রিপু ২: জতুগৃহ'। ইতিমধ্যেই অবমুক্ত হয়েছে শাশ্বতের ছবি 'নেটওয়ার্ক'-এর ট্রেলার।

ছবিতে মিঠুনপুত্র নামাশির বিপরীতে রয়েছেন আমরিন কুরেশি। ২০০৮ সালে 'জিম্মি' ছবিতে বলিউডে অভিষেক হয়েছিল মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তীর। তবে বলিউডের শক্ত মাটিতে সাফল্যের স্বাদ পাননি মিঠুনপুত্র। বাংলা ছবিতেও অভিনয় করেছেন মহাক্ষয়। কিন্তু তাঁকে পছন্দ করেননি দর্শকরা। মিঠুনের ছোট ছেলে কি পারবেন বলিউডের নিজেকে প্রতিষ্ঠিত করতে?     

সূত্র: জি নিউজ