logo
প্রকাশ: ০৯:৪৮:০০ এএম, ০৯ জুন ২০১৯
১ হাজার টাকার পুরনো আংটি নিলামে ৭ কোটি

বিআর রিপোর্ট: পুরনো জিনিসের মার্কেটে ঘুরতে ঘুরতে হঠাৎ একটি আংটি পছন্দ হয়ে যায় এক নারীর। 

পকেটের ১৩ ডলার (১০৯৮ টাকা) দিয়ে কিনেও নিলেন সেটি। তখনও জানতেন না যে এত অল্প মূল্যে কী অমূল্য(!) সম্পদ ক্রয় করেছেন তিনি। বুঝলেন তখনই, যখন নিলামে ওই আংটির দাম উঠলো সাড়ে ৮ লাখ ডলার (প্রায় ৭ কোটি টাকা)। সম্প্রতি লন্ডনে ঘটেছে চমকপ্রদ এ ঘটনা।

ফিলিপিনো টাইমস জানায়, সুপারমার্কেটে দেখা এক আগন্তুকের জন্যই আংটির ব্যাপারে উৎসাহী হয়ে ওঠেন ওই নারী। আগন্তুক বারবার তার আংটির দিকে রহস্যময় দৃষ্টিতে তাকাচ্ছিলেন। এমনকি তার পিছুও নিয়েছিলেন। এতে ভয় পেয়ে দ্রুত সরে পড়েন ওই নারী।
 
তবে, মাথায় আংটির ভূত থেকেই যায়! কী আছে এতে? জানতে যুক্তরাজ্যভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান সোথবির কাছে যান ওই নারী। বিষয়টি জানাতে এক সপ্তাহ সময় নেয় প্রতিষ্ঠানটি।

ওই নারী তখনো ভাবেননি, জীবনের সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে তার জন্য। সাত দিন পর প্রতিষ্ঠানটি জানায়, তার আংটিতে আছে বিশালাকার ২৬ ক্যারেটের সাদা হীরা।

সোথবির জুয়েলারি বিভাগের প্রধান জেসিকা উইন্ডহাম জানান, আংটিটি উনবিংশ শতাব্দীর কোনো রাজ পরিবারের সম্পদ ছিল। পরে, নিলামে তোলা হলে সেটির দাম ওঠে সাড়ে ৮ লাখ ডলার।