
বিআর রিপোর্ট
নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চার অগ্নিনির্বাপণকারী। টাওয়ারের ৫০তম তলার একটি এপার্টমে
আগুনে নিহত টড ব্রাসনার (৬৭) একজন শিল্প ব্যবসায়ী। তিনি ১৯৯৬ সালে ৫০ তলার ওই ইউনিটটি কিনেছিলেন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন নিউ ইয়র্কের ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে দমকলকর্মীরা সেখানে পৌঁছায়। এসময় ট্রাম্প টাওয়ার কার্যত 'আগুনে পরিপূর্ণ' ছিলো।
মিডটাউন ম্যানহাটনে ভবনের বাইরে ড্যানিয়েল সাংবাদিকদের জানান, এটা খুব ভয়াবহ অগ্নিকাণ্ড ছিলো। এপার্টমেন্টও বড় ছিলো। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান তিনি।