03:26 PM, 08 Apr 2018
সালমানের জামিনে ভক্তদের উল্লাস

বিআর রিপোর্ট


বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় দোষী সাব্যস্ত হয়ে যোধপুর কেন্দ্রীয় কারাগারে দুই রাত কাটানোর পর জামিন পেয়েছেন বলিউড সুপারস্টার সালমান খ

শনিবার ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সালমানকে জামিন দেন বিচারক রবীন্দ্র কুমার জোশী। জামিন শুনানির সময় সালমানের বোন আলভিরা ও অর্পিতা আদালতে উপস্থিত ছিলেন।


২০ বছর আগে দুটি কৃষ্ণসার হরিণ শিকার করার কারণে সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত। এদিকে সালমান খানের জামিন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই যোধপুর, মুম্বাইসহ ভারতের নানা জায়গায় তার ভক্তরা আনন্দ উৎসবে মেতে উঠেন। তারা উল্লাস করে বলছিলো, 'সালমান, আমরা তোমাকে ভালোবাসি'।


ভারতের মুম্বাইয়ে দৃশ্যগুলো আরো বেশি তীব্র ছিলো। হাজার হাজার সমর্থক ঘণ্টার পর ঘণ্টা তার জন্য অপেক্ষা করছিলেন। তারা আনন্দে আতশবাজি ফুটিয়ে নেচে-গেয়ে উল্লাস করেন।


উল্লেখ্য, অতীতে সালমান বিভিন্ন অভিযোগের সম্মুখীন হন। ২০১৪ সালে মুম্বাইয়ের হাইকোর্ট তাকে হিট এন্ড রান কেসে জামিন দেন। ২০০২ সালে তিনি রাস্তার পাশে ঘুমন্ত পাঁচ জনের উপর গাড়ি উঠিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। এতে একজন নিহত হন।