03:13 PM, 08 Apr 2018
ঝগড়ার জেরে ছুরিকাঘাতে নারী নিহত

বিআর রিপোর্ট


চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বালি বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শনিবার রাতে যুগিচাঁদ মসজিদ লেনে এ ঘটনা ঘটে। নিহত বালী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকার নূর নবীর স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মা বেবি আকতার (৫০) ও ভাই মো. সুমন (২৮)।


বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার। তিনি জানান, প্রতিবেশীর সাথে কথা কাটাকাটির জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ছুরিকাঘাতে একই পরিবারের ৩ জন আহত হন।


পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ বালি বেগমকে মৃত ঘোষণা করেন। অন্য দুই জনকে হাসপাতালের ক্যাজুয়্যালিটি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।