
বিআর রিপোর্ট
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক আবদুল্লাহ আল হারুন জানিয়েছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতদৃষ্টিত
বিএসএমএমইউ পরিচালক বলেন, 'আমরা তার জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করেছিলাম, কিন্তু তিনি কেবিন থেকে হেঁটে রেডিওলজি ও ইমাজিন বিভাগে যান। পুরো প্রক্রিয়ার সময়ে খালেদা জিয়ার পছন্দ করা চার চিকিৎসক- ডা. ওয়াহিদুর রহমান, ডা. মামুন, ডা. এফএম সিদ্দিকী ও কারাগারের তার ব্যক্তিগত চিকিৎসক উপস্থিত ছিলেন।'
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে বিএসএমএমইউতে আনা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে পুনরায় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেয়া হয়। তাকে বহন করা কালো পাজেরো জিপটি দুপুর ১টা ৩৩ মিনিটে হাসপাতাল ত্যাগ করে।
গত ২৯ মার্চ শারীরিক সমস্যার জন্য বিএনপি মহাসচিবের সাথে পূর্বনির্ধারিত সাক্ষাৎ বাতিল করে দেন খালেদা জিয়া।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করেন বিশেষ জজ আদালত। আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।