07:06 PM, 07 Apr 2018
সংসদের ২০তম অধিবেশন রবিবার শুরু

বিআর রিপোর্ট

দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হচ্ছে রবিবার। ১৯তম অধিবেশন সমাপ্ত হওয়ার ৩৮ দিন পর এ নতুন অধিবেশন বসছে।

এর আগে বিকাল ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে।

এর আগে গত ২১ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে প্রাপ্ত ক্ষমতাবলে নতুন অধিবেশন আহ্বান করেন।

৭ জানুয়ারি শুরু হওয়া ওই অধিবেশনে ৭১ কার্যবিধি অনুযায়ী ২০৪টি নোটিশ উপস্থাপন করা হয়। যার মধ্যে ১৮টি গ্রহণ এবং ১১টি নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে কার্যবিধি ৭১ (ক) অনুযায়ী ৩৭টি নোটিশ দুই মিনিট করে আলোচনা করা হয়।