01:49 PM, 07 Apr 2018
মার্কিন যুবককে ২৫ বছরের কারাদণ্ড

বিআর রিপোর্ট
তিন বছরেরে শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তিকে ২৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। খবর এপি।

একটি মার্কিন আপিল কোর্ট ওই ব্যক্তির পূর্বের ১০ বছরের কারাদণ্ডকে সহনশীল মনে করায় রায় পরিবর্তন করে ও তার কারাদণ্ডের মেয়াদ বৃদ্ধি করে। রায়ে অভিযুক্ত ২৩ বছর বয়সী কেলভিন রোজানো নিতোকে যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত করারও আদেশ দেয়া হয়েছে।
এর আগে ২০১৪ সালে ১৪ বছরের কম বয়সী শিশুর সাথে যৌন সম্পর্ক স্থাপনের জন্য রোজানোকে দোষী সাব্যস্ত করা হয়। পরে রাষ্ট্রীয় বাধ্যতামূলক কারাদণ্ড ২৫ বছর থাকলেও ২০১৫ সালে তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
প্রতিরক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, রোজানোর কোনো অপরাধমূলক রেকর্ড নেই। সে একটি অস্বাভাবিক পরিবারে বড় হওয়ায় মনস্তাত্ত্বিক বিষয়গুলোতে প্রভাবিত ছিল।