
বিআর রিপোর্ট
যশোরে ইসলামী ছাত্র শিবিরের আটকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার সদর উপজেলার নারায়ান্দপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকেসাতটি বোমা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- চাউলিয়া গ্রামের মোসলেমের ছেলে আশরাফুল ইসলাম, পদ্মবিলা গ্রামের এনায়েত হোসেনের ছেলে মাহমুদুল ইসলাম, রুপাদিয়া বাজার এলাকার নুর ইসলাম শেখের পুত্র আব্দুল্লাহ, জিরাত গ্রামের ইয়াকুব আলীর ছেলে ফয়সাল, মথুরা গ্রামের ইদ্রিস আলীর ছেলে আওয়াল, ঘুনি গ্রামের মনোয়ারুলের ছেলে মোহাইমিনুল, নরেন্দ্রপুরের কারিকারপাড়ার আবদুল আলিমের ছেলে সাদ এবং আবদুল ওয়াহাবের ছেলে আবদুল আলিম।
পুলিশ জানায়, শিবির কর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে সহকারী উপ পরিদর্শক রিপন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল জিরাত আলিয়া মাদ্রাসায় অভিযান চালায়। এসময় সাতটি বোমাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এবিষয়ে একটি মামলা করা হয়েছে।