
বিআর রিপোর্ট
কুমিল্লার মনোহরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে মোটরসাইকেল, গাড়ি ও সিএনজি চালিত অটোরিক্সাসহ অন্তত ২৫টি যানবাহন ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। আগুন দেয়া হয়েছে কমপক্ষে পাঁচটি মোটরসাইকেলে। মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের বড় কেচতলা হুমায়ুন কবির পন্ডিতের বাড়িতে শুক্রবার তার বাবার কুলখানিতে আমন্ত্রিত অতিথি হিসেবে আসার কথা ছিল কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও আবুল কালামের।
এ নিয়ে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। আবুল কালাম গ্রুপের মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন বলেন, আনোয়ারুল আজিম গ্রুপের নেতাকর্মীরা আমাদের ওপর অন্যায়ভাবে হামলা করেছে। তারা কুলখানির চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করেছে।
মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আজিম গ্রুপের ইলিয়াস পাটোয়ারী বলেন, ২০০৮ সালে জাতীয় নির্বাচনে দলের বিরোধিতা এবং বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় তৃণমূলেও নেতাকর্মীরা তাকে মেনে নিতে পারছে না। যার কারণে আবুল কালাম আজ মনোহরগঞ্জে নেতাকর্মীদের বাধা ও হামলার শিকার হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে দাবি করে তিনি বলেন, দুই পক্ষের কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।