10:12 AM, 07 Apr 2018
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পুরুষ!

বিআর রিপোর্ট
বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সিরাজগঞ্জের তারাশ উপজেলার খাদিজা খাতুন সেতু। সম্প্রতি শারীরিক অবস্থা পরিবর্তন হওয়ায় (নারী থেকে পুরুষ হওয়ায়) বাবা-মা আবার তার নাম রেখেছেন মো. সাহুল সিদ্দিকী।

জনতার ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পরিবার। বিশ্ববিদ্যালয় ছাত্রী খাদিজার আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে এখন এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
খাদিজার বাবা হাসমত আলী জানান, স্থানীয় স্কুল-কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে মেয়ে খাদিজা খাতুন সেতু (১৯)। বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ালেখা করছে।
নিজের রূপান্তরের বিষয়ে সাহুল সিদ্দিকী জানান, ৩০ মার্চ রাতে ঘুম থেকে জেগে হঠাৎ তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন। পরে বাবা-মা ও নিকট আত্মীয়দের সাথে আলাপ-আলোচনা করেন সাহুল। হরমন বিষয়ক চিকিৎসকের মাধ্যমে নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।