
বিআর রিপোর্ট
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পাদিত চুক্তি বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সাথে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে রোহিঙ্গাদের দুর্দশা দেখতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিব গুতেরেস টেলিফোন করলে তিনি এ আমন্ত্রণ জানান।বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করীম।কথপোকথনে রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব।
উল্লেখ্য, রাখাইনে সেনা নির্যাতন থেকে রেহাই পেতে গত বছরের আগস্ট থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।রোহিঙ্গা প্রত্যাবাসনে ২০১৭ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মাঝে চুক্তি সই হয়। এরই অংশ হিসেবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফেরত নেয়ার ব্যবস্থা করতে চলতি বছরের ১৬ জানুয়ারি দুই দেশের মধ্যে মাঠপর্যায়ের চুক্তি 'ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট' সই হয়। এ চুক্তি অনুযায়ী, প্রত্যাবাসন শুরু হওয়ার দুই বছরের মধ্যে তা সমাপ্ত হবে।রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশ ইতিমধ্যে এক হাজার ৬৭৩ রোহিঙ্গা পরিবারের আট হাজার ৩২ জনের তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে।
শিগগিরই আরো প্রায় ১০ হাজার জনের তলিকা দেবে। যদিও প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমের ফিরিয়ে নেয়ার জন্য এখন পর্যন্ত মাত্র এক হাজারেরও কম নাগরিকের তথ্য যাচাই করতে পেরেছে।