04:22 PM, 06 Apr 2018
সংসদ ভাঙছেন নাজিব

বিআর রিপোর্ট

অবশেষে সরকারি টাকা লুটপাট ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

তিনি দেশটির সরকারি টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে আগামী মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে শনিবার বর্তমান সংসদ ভেঙে দেয়ার কথা বলেন। সংসদ ভেঙে দেয়ার জন্য তিনি রাজার কাছ থেকে অনুমতি পেয়েছেন বলে জানান। বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ভাগ্য এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে।

নির্বাচনে বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন ২২ বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। ভাষণে নাজিব রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিন নির্ধারণের জন্য এক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসা হবে বলে জানান। তিনি জানান, শনিবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।