08:27 PM, 07 Mar 2018
রাজ-শুভশ্রীর আংটি বদলে সাবেক প্রেমিকার শুভেচ্ছা

টলিউড নির্মাতা রাজ চক্রবর্তী নির্মিত জনপ্রিয় সিনেমা ‘বোঝে না সে বোঝে না’। এতে সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন মিমি চক্রবর্তী। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনমোটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এ সিনেমায় অভিনয় করতে গিয়ে নির্মাতা রাজের সঙ

কিন্তু গতকাল মঙ্গলবার অনেকটা গোপনে সব আলোচনার অবসান ঘটিয়ে বাগদান সেরেছেন রাজ-শুভশ্রী। রাজের আনন্দপুরের ফ্ল্যাটে বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় তাদের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাজ চক্রবর্তী তাদের বাগদানের বিষয়টি জানান।

টুইটে রাজ লিখেন, ‘সকল বাধা অতিক্রম করে জীবনের বাকিটা পথ একসঙ্গে পাড়ি দেওয়ার জন্য আজ আমরা বাগদান করলাম। আপনাদের আশীর্বাদ, শুভকামনা ও ভালোবাসা প্রয়োজন। রাজ ও শুভশ্রী।’ এরপর অভিনেতা দেব, অভিনেত্রী রুক্মিণী মৈত্রসহ অনেকে এ নতুন জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকা থেকে বাদ যাননি রাজ চক্রবর্তীর সাবেক প্রেমিকা মিমি চক্রবর্তীও। রাজের টুইটে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এতে মিমি লিখেন, ‘অভিনন্দন। দীর্ঘ সুখী জীবনের প্রত্যাশা।’

গতকাল মঙ্গলবার বাগদানের পাশাপাশি রেজিস্ট্রি পর্বটাও সেরে ফেলেছেন রাজ ও শুভশ্রী। গোপনে বাগদান সারলেও সবাইকে জানিয়ে ১১ মে বিয়ের পিঁড়িতে বসবেন রাজ-শুভশ্রী। বাওয়ালি রাজবাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে।