08:19 PM, 07 Mar 2018
পোল্ট্রিতেই স্বস্তি

 ভোজ্য তেল ও চিনি। আর স্বস্তিতে থাকা পোল্ট্রি বাজার দিয়ে যাচ্ছে আরও স্বস্তি। জাতিসংঘের অঙ্গ সংগঠন এফএওর সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গেলো মাসে বিশ্ব খাদ্য মূল্যের গড় সূচক অবস্থান করছে ১৭০ দশমিক ৮ পয়েন্ট। এফএও-এর হিসেবে জানুয়ারির চে

সংস্থাটি সর্বশেষ প্রতিবেদনে বলছে, আলোচ্য মাসে দুগ্ধজাত পণ্যের দাম ডিসেম্বরের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ (১৯১ দশমিক ১ পয়েন্ট) বেড়েছে, যা জানুয়ারির তুলনায় ১১ দশমিক ২ শতাংশ বেশি।

দাম বাড়ার কারণ হিসেবে এফএও বলছে, প্রতিকূল আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে গম ও আর্জেন্টিনায় ভুট্টা উৎপাদন লক্ষ্যপূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে টানা দুই মাসের মতো ফেব্রুয়ারিতে বাড়লো প্রাইস ইনডেক্স।

এফএও চলতি মৌসুমে বৈশ্বিক গম উৎপাদনের পূর্বাভাস কমিয়েছে। পাশাপাশি শস্যটির মজুত রেকর্ড বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সংস্থা। তবে বিশ্বব্যাপী মাংসের উৎপাদন গেলো কয়েকমাসে ভালো থাকায় বাজার স্থিতিশীল আছে।

বিশেষ করে স্বস্তি দিয়েছে পোল্ট্রি। বাংলাদেশের বাজারেও এ সময় দেখা যায়, সবজির বাজার চড়া থাকলেও পোল্ট্রির বাজারে ছিল স্বস্তি।