03:14 PM, 24 Oct 2018
 সিভির ব্যাংক : সিভিলিংকড

বিআর রিপোর্ট: যাঁরা চাকরি বা প্রয়োজনে জীবনবৃত্তান্ত বা সিভি সংরক্ষণ করে রাখতে চান, তাঁদের জন্য চালু হয়েছে অনলাইন সেবা ‘সিভিলিংকড’। 

দেশের তরুণ উদ্যোক্তাদের তৈরি এ সেবাটি সহজে চাকরি পেতে সাহায্য করবে। একে কর্মী অনুসন্ধানবিষয়ক অনলাইনভিত্তিক সেবা বলছেন এর উদ্যোক্তারা।

সিভিলিংকডের প্রধান নির্বাহী মীর তাইফুজ্জামান বলেন, দ্রুত ও সহজ কর্মী খোঁজার জন্য সিভিলিংকড সেবাটি তৈরি করা হয়েছে। এ সেবার মাধ্যমে কোনো প্রার্থীকে চাকরি খুঁজতে হবে না এবং চাকরির আবেদন করতে হবে না। সিভি ব্যাংক হিসেবে এখানে চাকরিদাতা প্রতিষ্ঠান সিভি যাচাই করতে পারবে। এখানে যাচাই করা সিভি রাখা হবে। বিনা মূল্যে এ সেবা ব্যবহারের সুযোগ থাকছে। এতে স্মার্ট কি ওয়ার্ড ব্যবহার করে প্রাসঙ্গিক তথ্য খোঁজার সুবিধাও থাকবে।

মীর তাইফুজ্জামান বলেন, অ্যাপ ও ওয়েব থেকে তাঁদের এ সেবা ব্যবহারের সুযোগ রয়েছে। গুগল প্লে স্টোরে সিভিলিংকডের অ্যাপ পাওয়া যাবে। সেখান থেকে সিভি তৈরি করা যাবে। বিস্তারিত  http://cvlinked.com/ থেকে জানা যাবে।