
গতকাল অনুষ্ঠিত হয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯০তম আসর। এতে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন ফ্যান্সিস ম্যাকডোরম্যান্ড। কিন্তু অনুষ্ঠানের পরপরই খোয়া যায় তার পদকটি।
তবে পরবর্তী সময়ে তা উদ্ধার করে লস অ্যাঞ্জেলেস পুলিশ। চুরির সন্দেহে টেরি
থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছেন ফ্র্যান্সিস। এ বিভাগে মনোনীত অন্যান্য ছিলেন-স্যালি হকিন্স (দ্য শেপ অব ওয়াটার), মার্গোট রোবি (আই, টোনিয়া), সাইরোস রোনান (লেডি বার্ড), মেরিল স্ট্রিপ (দ্য পোস্ট)।