
বিআর রিপোর্ট: আমাদের দেশে মেহেদি কতোটা ইম্পরট্যান্ট, তা বোঝা যায় ঈদ আর বিয়ের মৌসুমে। আর মেহেদির রঙ কতটা গাঢ় হল তা নিয়েও আছে নানা সংস্কার, কৌতুক!
মেহেদি দেয়া খুবই ধৈর্য্যের এক শিল্প। আর আজকাল মেহেদি আর্টিস্টদের কাছ থেকে নজরকাড়া ডিজাইনের জন্য সবাই কম অর্থ ব্যয় করেন! অনেক সময় পার্লারে শেষ মুহুর্তে সুযোগ পাওয়া যায় না।
মেহেদি দেয়ার জন্য। কিন্তু ছোট বড় সবারই একই কথা মেহেদি ছাড়া ঈদ কি সম্পুর্ণ হয়? এতো কিছুর পরেও নিজের হাতে ডিজাইন করার মজাই আলাদা। তবে আপনি হয়তো মনে করবেন যে আপনি নিজে মেহেদির নকশা জানেন না। তো কীভাবে করবেন ডিজাইন। কোনো চিন্তা নেই আমাদের আজকের আয়োজন আপনার জন্যই।
এবার ঈদে যেন আপনি আপনার মনের মতো ডিজাইন করতে পারেন তাই আপনার জন্য রইলো সিম্পল ও গর্জিয়াস মিলিয়ে মেহেদির ৫০টি ডিজাইন। আসুন আজ ছবিতে ছবিতে দেখে নেই মেহেদির ডিজাইনগুলো।