10:52 AM, 06 Mar 2018
দেশে ফিরলেন নির্যাতিত ২৩ নারী গৃহকর্মী

সৌদি আরবে নির্যাতনের শিকার ২৩ নারী গৃহকর্মী দেশে ফিরেছেন। সোমবার বিকেল সাড়ে চারটায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি আরব থেকে ঢাকা এসে পৌঁছান তারা।

দেশ ফেরত আসা ওই নারীরা গৃহকর্মী হিসেবে কাজ করতে সৌদি আরব গিয়েছিলেন। কর্মস্থলে বিভিন্ন ন

ওই নারী গৃহকর্মীরা জানান, তাদের খাবার দাবার না দেয়া, বেতন কম দেয়া ও মারধর করা হতো, আমি ম্যাডামকে বলেছিলাম, কেন আমাকে এতো নির্যাতন করো? আমি ভাষা বুঝি, রাত দিন কাজ করি। মাত্র দুই ঘণ্টা ঘুমাতে দাও। তারপরেও মারধর করো কেন?

আরেক নির্যাতিত নারী বলেন, শুধু মারধর করতো আমাকে। খেতে দিতো না ঠিকমতো। এছাড়া আমাকে আর কোন অত্যাচার করতো না। আমি বাসার পাশেই পালিয়ে ছিলাম। এক মহিলা আমাকে সেখান থেকে নিয়ে যায়।

তার বাসায় আমি এক মাস কাজ করি। তারপর আমার মেরুদণ্ড সমস্যা দেখা দিয়েছে। আমি এখন আর কাজ করতে পারি না। আমার ভিসায় লেখা এক হাজার টাকা (সৌদি রিয়াল) কিন্তু আমাকের দিতো আটশ' টাকা। তাও সব টাকা আমি পাইনি।