09:00 AM, 11 Jun 2019
হুইপ পঞ্চানন বিশ্বাসকে দেখতে হাসপাতালে স্পিকার

বিআর রিপোর্ট: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাসকে দেখতে গিয়েছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

সোমবার (১০ জুন) স্পিকার তাকে দেখতে যান। এ সময় স্পিকার তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি ১৬ মে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। বার্ধক্যজনিত কারণে অসুস্থ পঞ্চানন বিশ্বাস তখন থেকে সেখানেই ভর্তি। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।