
বিআর রিপোর্ট: ইংল্যান্ডের আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামীকাল সারাদিন ব্রিস্টলে বৃষ্টি হবে।আবাহওয়ার এই হুমকিরমুখে বিশ্বকাপে বাংলাদেশ ও শ্রীলংকা ম
নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই হারে শেষ চারের সমীকরণ কঠিন করে তুলেছে কোচ স্টিভরোডস শিষ্যরা। দূর্গম সেই পথ সুগম করতে বাকি ৬ ম্যাচের ৫টি জিততে হবে। যার মধ্যে এটি একটি।
আর সে কারণেই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপুর্ণ। এই ম্যাচ থেকে ২ পয়েন্ট না হলেই নয়।
আর এজন্য বহাওয়ায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও টাইগার দলাপতি মাশরাফী বিন মোর্ত্তজা চান বৃষ্টি না হোক।
টাইগার দলপতি জানালেন, ‘আমি আশা করি কাল পুরো ম্যাচই খেলা হবে। অবশ্যই দুই হারেরপরে আমি হতাশ। বিশেষ করে নিউজিল্যান্ডের কাছে। কিন্তু এই ধরণের টুর্নামেন্টে শেষমুহূর্তের আগে কিছুই বলা যায় না, সেটা আপনারা জানেন। ছেলেরাও জয়ের জন্য মুখিয়েআছে।’
ঠিক এমন ডু অর ডাই ম্যাচের আগে যে কোনো দল চাপে থাকে। তবে অভয় দিলেন মাশরাফি। বললেনচাপের সঙ্গে ঠিকই মানিয়ে নেবেন, ‘দেখেন, আমার মনে হয় প্রতিটি ম্যাচেই চাপ থাকবে।
শুধু শ্রীলংকার বিপক্ষে কালকের ম্যাচ নয়, বাদ বাকি সব ম্যাচেই চাপ আসবে। চাপ থাকবেই এবংচাপের সঙ্গে আমারদের মানিয়ে নিতে হবে।’
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলংকার দ্বৈরথে এগিয়ে লঙ্কানরা। মোট খেলা ৪৫ ম্যাচে লাল সবুজের জয়মাত্র ৭টিতে। বাকি ৩৬ জয়ই লঙ্কানদের
সাম্প্রতিক পারফরম্যান্সে সিংহের দেশকে ছাপিয়ে ফেভারিটহিসেবে ২২ গজের বিশ্বযুদ্ধের এই ম্যাচে অনেকেই টাইগারদের ফেভারিটের তকমা দিচ্ছেন।
যদিও অতীত নিয়ে এই মুহূর্তে ভাবতে চাইছেন না নড়াইল এক্সপ্রেস। বরং এই ম্যাচেই তার যত মনযোগ। মাশরাফি বলেন, ‘এই মুহূর্তে আমরা কালকের ম্যাচটি নিয়েই ভাবছি। অতীতে কি হয়েছে সেটাভাবতে চাইছি না।
ম্যাচটি জিততে আমাদের সাধ্যের সেরাটিই দিতে হবে। সেটাই আমাদেরজন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ।’