10:26 AM, 10 Jun 2019
ইমরান খান পাহাড়ে পালিয়েছেন : মরিয়ম

বিআর রিপোর্ট: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ব্যঙ্গ করেছেন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) মুখপাত্র মারইয়াম আওরঙ্গজেব। তিনি বলেছেন, ইমরান খান পাহাড়ে পালিয়েছেন। খবর-ডন।

দলের প্রধান শাহবাজ শরীফের যুক্তরাজ্য থেকে পাকিস্তান আগমন উপলক্ষে নওয়াজ শরিফের মেয়ে এ মন্তব্য করেন।

এ সময় ইমরান খানের সমালোচনায় মারইয়াম আরো বলেন, বিদেশি শক্তির সঙ্গে তার (ইমরান খান) চুক্তির সময় শেষ। তাই ইমরান খানের ভয় পাওয়ার সময় শুরু হয়ে গেছে।
 
এছাড়া টুইটারে এক বার্তায় মারইয়াম বলেন, শাহবাজ শরীফের বিমান লাহোরে অবতরণ করেছে। এখন থেকে ইমরান খানের ঘাবড়ানোর সময় শুরু হয়ে গেছে।

এছাড়া ইমরান খান দেশ পরিচালনায় ব্যর্থ, অযোগ্য এক নেতা বলেও তুখোড় সমালোচনা করেন নওয়াজ কন্যা।