09:21 AM, 10 Jun 2019
কে দিল মাহিকে ৪ লাখ টাকা সালামি?

বিআর রিপোর্ট: এই ঈদে মাহিয়া মাহির কোনো ছবি মুক্তি পায়নি। নেই কোনো শুটিং ব্যস্ততা। 

শ্বশুরবাড়িতেই ঈদ কাটছে তার। একান্নবর্তী পরিবারের বড় বউ তিনি। সবার সঙ্গে আড্ডা দেয়া, রান্না করাসহ বিশ্বকাপ ক্রিকেট দেখেই দিনের বেশিরভাগ সময় পার করছেন। তবে এর মাঝে সালামি নিতেও ভুল করেননি তিনি! প্রায় চার লাখ টাকা সালামি পেয়েছেন মাহি।

শ্বশুর-শাশুড়ি থেকে শুরু করে চাচাশ্বশুর, ফুফাশ্বশুর, আপু-দুলাভাই—সব মিলিয়ে প্রায় চার লাখ টাকা সালামি পেয়েছেন মাহিয়া মাহি। তাকেও সালামি দিতে হয়েছে। দেবর-ননদ থেকে শুরু করে অন্যান্যদের প্রায় তিন লাখ টাকা সালামি দিয়েছেন তিনি।

মাহি বলেন, সালামিটা বড় কথা নয়, আমাকে বউমা হিসেবে শ্বশুরবাড়ির সবাই যে পরিমাণ ভালোবাসেন তা অনেক মেয়েই পায় না। আমি পৃথিবীর সবচেয়ে সুখী একজন নারী।