10:02 AM, 09 Jun 2019
বরফের নিচে বিমান!

বিআর রিপোর্ট: সময়টা ১৯৭৯ সালের শেষের দিকের। সে সময় গোটা ইউরোপ জুড়ে ভয়াবহ শৈত্যপ্রবাহ ও তুষার ঝড় হয়েছিল। 

সেই ঝড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয় এবং রাতারাতি অনেক ঘরবাড়ি বরফে চাপা পড়ে।

বিশেষজ্ঞদের ধারণা, সে রকমই এক তুষার ঝড়ের রাতে কানাডার চার্চিলে কুর্তিস সি-৪৬ নামের বিমানটি ভূপাতিত হয়েছিল এবং বরফের তলায় ঢাকা পড়ে যায়। পরে এটি দীর্ঘ সময় বরফের তলায় চাপা ছিল।

এদিকে বিমানটি সম্পর্কে স্থানীয়রাও দীর্ঘ সময় অবগত ছিলো না। তাদের পক্ষেও জানা সম্ভব হয়নি হাতের নাগালেই বরফের তলায় আসলে কী আছে। পরে তারা বিমানটি সম্পর্কে অবগত হয়।