08:52 AM, 09 Jun 2019
এবার সাবমেরিন ভাড়া দিচ্ছে উবার! (ভিডিও)

বিআর রিপোর্ট: পানির নিচের সৌন্দর্য উপভোগের জন্য এবার সাবমেরিন ভাড়া দেয়া হবে। আর এ সুবিধা নিয়ে এসেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। 

প্রাথমিকভাবে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরে উবার এ সার্ভিস দিবে। আর এজন্য দুই আসনবিশিষ্ট আকারে ছোট সাবমেরিন ব্যবহার করা হবে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে। 

গাড়ি ও মোটরবাইকের মতোই উবার অ্যাপের সাহায্যে ভাড়া করা যাবে ব্যাটারিচালিত সাবমেরিনটি। ব্যবহারের জন্য দুইজনকে গুনতে হবে তিন হাজার অস্ট্রেলিয়ান ডলার। যা বাংলাদেশি প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকা। ৯ থেকে ১৮ জুন পর্যন্ত ডগলাস পোর্টে সেবাটি চালু থাকবে বলে জানা গেছে।

সাবমেরিন ভাড়া দেয়ার ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।