01:17 PM, 02 Jun 2019
ভারত থেকে সন্ত্রাসী অমিত মুহুরীর ভাইয়ের হুঙ্কার

বিআর রিপোর্ট: চট্টগ্রাম কারাগারে যুবলীগ ক্যাডার অমিত মুহুরীর খুনের ঘটনাকে ‘পরিকল্পিত ও সাজানো’ নাটক দাবি করে এ ঘটনার বিচার দাবি করেছেন তার ছোট ভাই অনিক মুহুরী। 

দেশের প্রশাসন যদি এ হত্যাকাণ্ডের বিচার না করে, সে বিচার নিজেই করার হুঙ্কার দিয়েছেন তিনি।

অনিক মুহুরী বলেন, ‘আসছি, বাংলাদেশ আমি আসছি। আমি আসছি। আমার ভাইয়ের হত্যার বিচার যদি কেউ না করে, প্রশাসন থেকে যদি বিচার না পাই, আমি করবো বিচার। 

শুক্রবার (৩১ মে) বিকেলে ভারতে অবস্থানরত অমিত মুহুরীর স্ত্রী নিধিদত্ত চৈতীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন। ১১ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওটিতে তিনি এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত সে বিষয়ে জানেন বলে ইঙ্গিত করেন। ধারণা করা হচ্ছে কলকাতার কোনো বাড়ির ছাদ থেকে তিনি ফেসবুক লাইভে এসেছিলেন।

এছাড়া অমিত মুহুরীর কথিত হত্যাকারী রিপন নাথ প্রসঙ্গে তাকে বারবার উপহাস করতে দেখা যায়। তিনি আরও বলেন, ‘আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি ছিলাম না আমার ভাইয়ের কাছে। আমার ভাইকে মেরেছে যে? রিপন নাথ মেরেছে যে আমার ভাইকে? দেখছি আমার ভাইকে শেভ করা অবস্থায় মেরেছে। আমার ভাই অর্ধেক শেভ জীবনে করেনি। আমার ভাইকে মেরে ফেলা হয়েছে।