
বিআর রিপোর্ট: এইচএসসি'র ফল প্রকাশের পর শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে টিকে থাকার লড়াই।
হয়তো ভাবছেন এখনো অনেক সময় বাকি– তাহলে ভুল করবেন। ভর্তি পরীক্ষায় কাঙ্খিত ফল লাভে এখন থেকেই নিতে হবে জোর প্রস্তুতি। আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এ ধারাবাহিক আয়োজন। আশাকরি উপকৃত হবেন ।
গ ইউনিট – ফিন্যান্স ব্যাংকিং ও বীমা
01. উৎপাদনের জন্য আবশ্যকীয় উপাদান কয়টি ?
A. ২ টি B. ৪ টি C. ৬ টি D. ৮ টি
02. বাংলাদেশের রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক কয়টি ?
A. ৪ টি B. ৬ টি C. ৮ টি D. ১২ টি
03. বাণিজ্যিক ব্যাংকের প্রধান নীতি কোনটি ?
A. নিরাপত্তা নীতি B. প্রচার নীতি
C. সুসম্পর্কের নীতি D . আস্থার নীতি
04. ব্যাংক সচ্ছলতার নীতি টিকিয়ে রাখে কোনটির মাধ্যমে ?
A. বিনিয়োগ B. আমানত
C. মূলধন D. সঞ্চয়
05. অনলাইন ব্যাংকিং কোন উপকরণের প্রয়োজন কমিয়েছে ?
A. চেক B. গ্যারান্টি পত্র
C. ব্যাংক ড্রাফট D. পে অর্ডার
06. কোন ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে ?
A. গ্রামীণ ব্যাংক B. বিনিময় ব্যাংক
C. সমবায় ব্যাংক D. বাণিজ্যিক ব্যাংক
07. অর্থ সংগ্রহের সহজ মাধ্যম কোনটি ?
A. চেক B. পে-অর্ডার
C. প্রত্যয় পত্র D. কোনটিই নয়
08. কোন ব্যাংক ভ্রমণকালেও বৈদেশিক মুদ্রার প্রচলন সংস্থান করে ?
A. গ্রামীণ ব্যাংক B. বিনিময় ব্যাংক
C. সমবায় ব্যাংক D. বাণিজ্যিক ব্যাংক
09. ব্যাংকের প্রতি হিসাব গ্রহিতার লিখিত আদেশকে কী বলে ?
A. চেক B. পে-অর্ডার
C. প্রত্যয় পত্র D. কোনটিই নয়
10. হস্তান্তর অযোগ্য ঋণের দলিল কোনটি ?
A. পে-অর্ডার B. চেক
C. প্রত্যয় পত্র D. কোনটিই নয়
11. হস্তান্তর দলিল অবশ্যই কোন ধরনের হতে হবে ?
A. লিখিত B. মৈখিক
C. লিখিত ও মৈখিক D. ব্যবসায় ধরন
12. হস্তান্তরযোগ্য দলিলের আইন প্রতিষ্ঠিত হয় কত সালে ?
A. ১৮৯১ সালে B. ১৮৮১ সালে
C. ১৯৮১ সালে D. ১৯৯৫ সালে
13. কোনটি বাণিজ্যিক ব্যাংক ?
A. গ্রামীণ ব্যাংক B. বিনিময় ব্যাংক
C. এক্সিম ব্যাংক D. সমবায় ব্যাংক
14. কোনটি সরকারি বাণিজ্যিক ব্যাংক ?
A. গ্রামীণ ব্যাংক B. জনতা ব্যাংক
C. এক্সিম ব্যাংক D. সমবায় ব্যাংক
15. কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ ?
A. ঋণদান B. ঋণ তদারকি
C. ঋণ সংগ্রহ D. সবগুলোই
16. কোনটি বাণিজ্যিক ব্যাংকের উন্নত প্রযুক্তি সেবা সরবরাহ সুবিধা বহির্ভূত ?
A. ATM কার্ড B. পাস বই
C. অনলাইন ব্যাংকিং D. হোম ব্যাংকিং
17. বাণিজ্যিক ব্যাংক সৃষ্ট বিনিময় মাধ্যম বহির্ভূত কোনটি ?
A. ক্রেডিট কার্ড B. পে অর্ডার
C. ডেবিট কার্ড D. চেক
18. চেকের প্রস্তুতকারককে কী বলে ?
A. প্রাপক B. অনুমোদনকারী
C. আদেষ্টা D. আদিষ্ট
19. গ্রাহকদের জমাকৃত অর্থ বাণিজ্যিক ব্যাংকের কী হিসেবে বিবেচিত হয় ?
A. বিনিয়োগ B. মূলধন
C. সঞ্চয় D. আমানত
20. বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটি ?
A. রুপালী ব্যাংক B. সোনালী ব্যাংক
C. ইসলামী ব্যাংক D. জনতা ব্যাংক
ANSWER : 01.B 02.A 03.C 04.C 05.C 06.D 07.A 08.D 09.A 10.A 11.A 12.B 13.C 14.B 15.A 16.B 17.B 18.C 19.D 20.B