10:36 AM, 31 May 2019
কুমিল্লা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্দুস সালাম

বিআর রিপোর্ট: কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আব্দুস সালামকে নতুন চেয়ারম্যান করা হয়েছে।

বর্তমান চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন। কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহাকে বিশেষ কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে এ বিজ্ঞপ্তি জারি করেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহার নভেম্বর মাসে অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহার, বিভিন্ন সংগঠনের মাধ্যমে পদক বাণিজ্য, মসজিদ ফান্ডের টাকার হিসাব দিতে না পারাসহ বিভিন্ন অভিযোগে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বদলি করা হয়েছে। তার পরিবর্তে প্রফেসর রুহুল আমিন ভূঁইয়াকে নতুন অধ্যক্ষ করা হয়েছে।