10:04 AM, 14 May 2019
পঞ্চম ধাপে আ’লীগের মনোনয়ন বিতরণ ১৬-১৭ মে

বিআর রিপোর্ট: আগামী ১৬-১৭ মে জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি করা হবে।

একই সময় পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যেও মনোনয়ন ফরম বিক্রি হবে।
 
আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ফরম সংগ্রহ করা যাবে।

বগুড়া-৬ আসন ও পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম আগামী ১৮ মে বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে।

এদিকে, আগামী ১৯ মে বিকেল ৪টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। 

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এ সভায় সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।