
বিআর রিপোর্ট: জীবনের সমাপ্তিকে সংক্ষেপে বলা হয় ‘মৃত্যু’।
এরচেয়ে অনিবার্য সত্য আর কিছুই হয় না। মৃত্যুর প্রসঙ্গে উঠলে অনেকেই কেমন একটা বিভ্রান্ত চোখে তাকান। এই আয়োজনে থাকছে মৃত্যু নিয়ে কয়েকটি বিস্ময়কর তথ্য-
* সারা বিশ্বে কম বয়সী পুরুষদের অধিকাংশই মারা যান দুর্ঘটনায়।
* অল্পবয়সী মহিলাদের অধিকাংশই সন্তান প্রসব করতে গিয়ে মারা যান।
* পৃথিবীর বেশিরভাগ মানুষ হৃদরোগেই মারা যান।
* প্রতি সেকেণ্ডে যত জন শিশু জন্ম নেয়, তার দ্বিগুণেরও বেশি মানুষ মারা যায়।
* মৃত্যুর চার ঘণ্টা পরে দেহের পেশীগুলোতে রাসায়নিক বিক্রিয়ার ফলে সংকোচন ঘটে। দেহ শক্ত হতে আরম্ভ করে। একে ‘রিগর মর্টিস’ বলে। কিন্তু ৩৬ ঘণ্টা পরে রিগর মর্টিস উধাও হতে শুরু করে।
* মৃত্যুর পর নখের বৃদ্ধি ঘটে না।
* প্রতিদিন দেহে প্রায় ৫০ বিলিয়ন কোষের মৃত্যু হয়।