12:51 PM, 09 May 2019
৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে প্রিমিয়ার ব্যাংক

বিআর রিপোর্ট: পুঁজিবাজারের ব্যাংকিং খাতের তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নন-কনভার্টেবল সাব অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাংকটি টায়ার-২ ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। নিয়মানুযায়ী, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন পেলেই ব্যাংকটি বন্ড ইস্যু করবে।

এর আগে ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত অর্থবছরের ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ১৫.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৮৪ টাকা এবং এককভাবে ২.৭৮ টাকা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২.৪৬ টাকা এককভাবে ছিল ২.৩৯ টাকা।

একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৯.২৭ টাকা। শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৭৫ টাকা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১২ মে সকাল সাড়ে ১০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় প্রিমিয়ার ব্যাংক। “এ” ক্যাটাগরির আওতাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৮০০ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা।