07:09 PM, 08 Apr 2018
বাজেটে বিশেষ নজর প্রয়োজন বাংক সেক্টরে

বিআর রিপোর্ট
বর্তমানে সব ব্যাংকই তারল্য সংকটে ভোগছে। এ অবস্থা থেকে ব্যাংকগুলোকে উত্তরণ ঘটাতে না পারলে বড় সমস্যায় পড়তে হবে।

তাই এবারের বাজেটে ব্যাংক খাতে বিশেষ নজর দিতে হবে।
রোববার ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)  নেতারা এ প্রস্তাব দেন।রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।
এমসিসিআই নেতারা বলেন, অভিজ্ঞ ব্যক্তিরা মনে করেন যেহেতু এ বছর নির্বাচনী বছর তাই সরকার নির্বাচনমুখী বাজেট প্রণয়ন করবে। তবে আমরা আশা করছি সরকার নির্বাচন বিবেচনা না করে সত্যিকার অর্থে দেশের উন্নতির দিকে নজর রেখে বাজেট প্রণয়ন করবে। যে বাজেট জনকল্যাণ ও ব্যবসাবান্ধব হবে।

এর জবাবে এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, আগামী অর্থবছরে নির্বাচনী বাজেট না হয়ে যেন জনকল্যাণমুখী বাজেট হয় আমরা সেদিকে লক্ষ্য রাখবো। নির্বাচন সামনে আছে বলেই যে বাজেট করবো এমন কোন কথা সঠিক নয়।

ব্যবসায়ীরা বলেন, অর্থনীতির অগ্রগতিতে বেশ কিছু সমস্যা রয়েছে। যেগুলো সমাধান না হলে আগামী অর্থবছরে শতকরা ৮ ভাগ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা একটি অন্যতম চ্যালেঞ্জ। এছাড়াও বিদেশি বিনিয়োগ প্রবাহও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এটি বাড়াতে বাজেটে সুর্নিদিষ্ট দিক নির্দেশনা থাকতে হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী অর্থবছরে নির্বাচনী বাজেট না হয়ে যেন জনকল্যাণমুখী বাজেট হয় আমরা সেদিকে লক্ষ্য রাখবো। নির্বাচন সামনে আছে বলেই যে বাজেট করবো এমন কোন কথা সঠিক নয়। কিছুটা নির্বাচনী প্রতিফলন থাকবে।  তবে একটা যেন সুষ্ঠু বাজেট হয় অর্থাৎ ফিসক্যাল পলিসিতে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। কারণ অর্থনৈতিক কর্মকান্ড বাড়লে আয়কর বাড়বে। দেশ এগিয়ে যাবে। সেই বিষটিই আমরা গুরুত্ব দিবো।

প্রাক-বাজেট প্রস্তাবনায় এমসিসিআই লিখিতভাবে বেশকিছু দাবি করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা করা। সর্বোচ্চ করহার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা প্রভৃতি।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া সভাপতিত্বে আলোচনায় আরো উপস্থিত ছিলেন এনবিআর সদস্য কানন কুমার রায়, ফিরোজ শাহ আলম, রেজাউল হাসান, এমসিসিআই এর সহ-সভাপতি গোলাম মাইনুদ্দিন, এমসিসিআই পরিচালক সৈয়দ তারেক আলী প্রমুখ।